এই সেই বাকড়ী কমলাপুর বাওড়। এই বাওড়ের অনেক অনেক ইতিহাস আছে। এই বওড়ে কোন দিন পানি কমে না। এখানে প্রচুর পরিমানে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়। এই বাওড়ে স্থানীয় প্রশাসন সরকারীভাবে প্রতি বছর প্রচুর পরিমানে মাছ ছাড়ে। এই মাছ গুলি জন সাধারনের জন্য উনমুক্ত। দূর দূরন্তের মানুষ এখানে দিন রাত মাছ ধরবার জন্য আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস