ব্যানারে আপনারা যে ঐতিহ্যবাহী বটগাছ টি দেখতে পাচ্ছেন সেই বট গাছটি হচ্ছে বাকড়ীর ঐতিহ্যবাহী বটগাছ । এই বট গাছটি কালের সাক্ষী হয়ে আজ ও মাথা উচু করে দাড়িয়ে আছে । আর এই বট গাছের পাশে সমাধি হয়ে রয়েছে কমরেড নেতা অমল সেনের মাজার। যে নেতার অনেক অনেক স্মৃতি রয়েছে এই বট গাছের নিচে। বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়, বাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাকড়ী মন্দির, হাট বাজার ইত্যাদি অবস্থিত। এছাড়া এই বট গাছের নিচে প্রতি বছর এই বিখ্যাত নেতা কমরেড অমল সেনের মেলা বসে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় জমে। এই ভাবে এই বট গাছের ইতিহাস বলে শেষ করা যাবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস